ডাকাতির আগেই চার ডাকাতকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
552

বাংলা এক্সপ্রেস ---

ডোমকলঃ

ডাকাতির আগেই চার ডাকাতকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বুধবার গভীর রাতে ডোমকল থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় একটি ডাকাত দল ডোমকলের কুলবোনা প্রাথমিক বিদ্যালয়ের কাছে ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছে। ডোমকল থানার পুলিশ হানা দেয় ওই এলাকায়।

হাতে নাতে গ্রেপ্তার করা হয় চার ডাকাতকে। ধৃত কাশিম আলি(২৪)র বাড়ি জলঙ্গী থানার ধনীরামপুর গ্রামে, মজিবুর সেখ(৪৫) র বাড়ি ডোমকল থানার কাশিপুর কুলবোনা গ্রামে, আজাদ সেখ(৪২) র বাড়ি ডোমকলের বাবলাবোনা গ্রামে এবং মোকতার আলি মালিত্যা(৫৯)র বাড়ি জলঙ্গীর খয়রামারি গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, একটি পিস্তল ও দশ রাউন্ড গুলি। ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হলে পুলিস ৭দিনের পুলিসি হেফাজতের আবেদন করেছে। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট