বৃহস্পতিবার মাঝেরহাট ব্রীজ দুর্ঘটনায় মৃত প্রনব দের দেহ ফিরল মুর্শিদাবাদে


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
508

বাংলা এক্সপ্রেস ---

শক্তিপুরঃ- মঙ্গলবার বিকেলে হঠাৎই ভেঙ্গে পড়ে মাঝেরহাট ব্রীজ। আর সেই দুর্ঘটনার কবলে পড়ে  মুর্শিদাবাদের প্রণব দে এবং গৌতম মন্ডল নামে দুই যুবক। তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বুধবার সন্ধায়। বৃহস্পতিবার খুব সকালেই দুর্ঘটনা মৃত প্রনব দের দেহ ফিরল মুর্শিদাবাদের শক্তিপুর থানার বেলডাঙ্গা ২নং ব্লকের কামনগর তেতুলিয়ার বাড়িতে। অগণিত মানুষআজ সকালে শশ্মানে উপস্থিত ছিলেন প্রনব দে কেএকবার চোখের দেখা দেখতে।

এই বছর জ্যৈষ্ঠ মাসেকোলকাতাতে কাজে গিয়ে ছিলো প্রণব। সেখানেই শ্রমিকের কাজ করতেন। বাড়িতে জমি জায়গা বলতেকিছুই নেই মৃত প্রনবের ভাই উৎপল দে (বি এ প্রথম বর্ষের ছাত্রবহরমপুর কলেজে পড়াশোনা করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট