রবীন্দ্রভবনের গ্রহের দশা কাটাতে সত্য নারায়ন পুজোর আয়োজন ভারতীয় জনতা পার্টির


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
475

বাংলা এক্সপ্রেস ---

রবীন্দ্রভবনের গ্রহের দশা কাটাতে সত্য নারায়ন পুজোর আয়োজন ভারতীয় জনতা পার্টির। প্রসঙ্গত সংস্কারের নামে বিগত ৫ বছর ধরে বন্ধ রয়েছে চুঁচুড়া রবীন্দ্রভবন। গত বছরের শেষের দিক থেকে রবীন্দ্রভবন খোলার তোরজোর শুরু করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

সেইমত নতুন করে শুরু হয় কাজ। এরপর বিগত দু’মাসে চার চারবার আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রভবন খোলার দিন ধার্য হলেও অনির্বায্য কারনে তা হয়ে ওঠেনি। এবারে বিজেপির বক্তব্য রবীন্দ্র ভবনের উপর গ্রহের অপ্রিয় চোখ পড়েছে। তবে কোন গ্রহের তা বোঝা না যাওয়ায় আজ রবীন্দ্র ভবনের সামনে সত্য নারায়ন পুজোর আয়োজন করলো বিজেপি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট