জমির ফসল খেয়েছে গরু, সেই কারনে বৃদ্ধকে পিটিয়ে হত্যা


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
600

বাংলা এক্সপ্রেস ---

জমির ফসল খেয়েছে গরু, সেই কারনে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত চন্দ্র কান্ত পালকে(৫৪) গ্রেফতার করেছে শ্যামপুর থানার পুলিশ। জানা গেছে শ্যামপুর থানার গড়চুমুক এলাকার বাসিন্দা পঞ্চু মন্ডল বসত বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের পাশে একটি ঘরে সস্ত্রীক থাকতেন। একমাত্র ছেলে কলকাতায় কর্মরত। সেই ঘরের সাথেই থাকা গোয়াল ঘরে থাকতো বেশ কিছু পোষা গরু।

মঙ্গলবার পঞ্চু মন্ডলের স্ত্রী বাপের বাড়ি যাওয়ায় তিনি একাই সেখানে ছিলেন। বুধবার সন্ধ্যায় পোষা গরুর চিৎকারে এলাকার লোকজন সেখানে পৌঁছে দেখেন ঘরের মধ্যেই পড়ে রয়েছে পঞ্চু মন্ডলের রক্তাক্ত মৃতদেহ। এর আগেও চন্দ্র কান্ত পালের বিরুদ্ধে একই কারণে পঞ্চু মন্ডলকে মারধোরের অভিযোগ থাকায় এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় তারা চন্দ্র কান্তকে চেপে ধরলে সে সমস্ত অভিযোগ স্বীকার করে নেয়। পড়ে শ্যামপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত চন্দ্র কান্ত পালকে গ্রেফতার করে‌। ঘটনার পর থেকেই আরেক অভিযুক্ত চন্দ্র কান্ত পালের স্ত্রী মনিকা পাল পলাতক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট