মারণ গেম মোমো সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে সেমিনার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
612

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- মারণ গেম মোমো সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে সেমিনার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । বৃহস্পতিবার মেদিনীপুর কোতওয়ালী থানার উদ্যোগে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সেমিনার হলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় । এই শিবিরে মোমো গেম সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হয় ছাত্রছাত্রীদের । এই গেমের উৎপত্তি কোথা থেকে ? গেমটি তৈরী করেছে কোন দেশের কোন ব্যক্তি ? এই গেমটি খেলার জন্য কাদের টার্গেট করা হচ্ছে । তেমনই এই গেমটির লিঙ্ক কারো কাছে এলে তার সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের লোকেদের জানানো এবং পুলিশের সাহায্য নেওয়ারও আবেদন জানানো হয় । অহেতুক এই গেমটি নিয়ে আতঙ্কিত না হওয়ার কথাও বলেন শিবিরে উপস্থিত পুলিশ আধিকারিকরা ।

উল্লেখ্য, গত মাস খানেক ধরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এই মোমো গেমের ফাঁদে পড়েছে একাধিক যুবক যুবতি । অনেকে ভয়ে এই গেমের কথা বলতে না পারায় তাদের মানসিক ভাবে বিপর্যস্ত হতেও দেখা গেছে । অনেককে শরণাপন্ন হতে হয়েছে চিকিৎসকের । এই গেম যাতে নতুন করে যুবক যুবতিদের কাছে গেলেও তারা কড়া হাতে তার প্রতিরোধ করতে পারে, তার জন্যই পুলিশের এই সচেতনতা শিবির বলে জানান উপস্থিত পুলিশ আধিকারিকরা । এদিনের শিবিরে শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে । শিবিরে উপস্থিত ছিলেন DSP(ADM) দেবশ্রী স্যানাল, কোতওয়ালী থানার IC হীরক বিশ্বাস, তরুন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট