ভারতীয় ক্রিকেটার হিসাবে জাতীয় দলে তার অবদান অনেকখানি। এরই মধ্যে বড় খবর কুম্বলেকে দেখা যেতে পারে আই পি এল এ মেন্টর হিসাবে। নতুন ভুমিকায় হয়ত আবার দেখা যেতে পারে এই তারকা ক্রিকেটার। সুত্রের খবর দিল্লী ডেয়ার ডেভিলস এর মেন্টর হিসাবে দেখা যেতে পারে এই তারকা ক্রিকেটারকে।২০১৬ সাল জাতীয় দলে কোচ করা হয়েছিল তাকে! এছাড়া ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসে কোচিং স্টাফে ছিলেন তিনি! সাধারণত এই খবর শুনে উচ্ছসিত দিল্লী দল।জানা গিয়েছে দিল্লী ডেয়ার ডেভিলস এ আনার প্রস্তাব দেন স্বয়ং মহারাজ! এবার আই পি এলে আবার দেখা যেতে পারে অনিল কুম্বলেকে।
নতুন ভূমিকায় আবার দেখা যেতে পারে অনিল কুম্বলেকে
বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
610
বাংলা এক্সপ্রেস---