রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব বাঁচাতে তৃণমূলের সঙ্গে জোট নয়: সোমেন মিত্র


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
717

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দলের অস্তিত্ব বাঁচাতে কোন ভাবেই জোট নয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্র। দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী সহ এআইসিসি নেতাদের কাছে একথাটাই স্পষ্ট করে জানিয়েছেন বলেও জানান তিনি। সোমেন মিত্রের কথায়, রাজ্যে দলের আসন বাড়ানোর কথা চিন্তা করলে তৃণমূলেরর সঙ্গে জোট প্রয়োজন, কিন্তু দলেরর অস্তিত্ব বাঁচাতে চাইলে সিপিএমের সঙ্গে জোট বা একলা চলাই সঠিক পথ।

বিজেপির দুর্ণিতির বিরুদ্ধে সারা রাজ্য জনমত গড়ে তোলা হবে বলে এদিন ঘোষনা করেন সোমেনবাবু। স্বচ্ছ ভারত গড়ে তোলার নামে বিজেপি দেশকে অস্বচ্ছতায় নিমজ্জিত করছে বলে এদিন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।

https://youtu.be/FbFlksO08rE

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট