বলিউড জগতে ঋষি কাপুর এক অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার অভিনীত সিনেমা গুলি আজও সেরার তালিকায়। সম্প্রতি রনবীরের সাথে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে করা প্রশ্নের সোজাভাবে উত্তর দিলেন তিনি। তিনি জানান নীতু ওকে পছন্দ করে,আমি ওকে পছন্দ করি, রনবীর ওকে পছন্দ করে বোঝা গেল। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর গুঞ্জন শুরু হয় বলিউড জুড়ে। তাহলে এই সম্পর্কে মত রয়েছে তাদের। এমন প্রশ্নে বাবার অকপট জবাব শুনে বিস্মিত বলিউড। আশাকরা যায় নতুন এই জুটি সম্পর্কের পরিণতি পায় কিনা সেটাই এখন দেখার!!
আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে সব প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন ঋষি
বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
1259
বাংলা এক্সপ্রেস---