তোলপাড় সোশ্যাল মিডিয়া হ্যাক করা হল বলিউড অভিনেতা শাহিদ কাপুড়ের আ্যাকাউন্ট। সুত্রের খবর তার টুইটার ও ইন্সট্রাগ্রাম আ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এছাড়া তার টুইটার আ্যকাউন্টে তুরস্কের ভাষায় পদ্মাবত নিয়ে একটি পোস্ট লেখা হয়েছে। এর জেরে উত্তাল সোশ্যাল মিডিয়া। শুধু তাই নয় তার আ্যাকাউন্টে একটি ভিন্নলোগো ব্যাবহার করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তে উত্তাল সোশ্যাল নেটওয়ার্ক।
হ্যাক করা হল বলিউড এই অভিনেতার এক্যাউন্ট
বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
1063
বাংলা এক্সপ্রেস---