ডঃ সুকুমার হাঁসদার হাত ধরে দলে ফিরলেন দুই নির্দল পঞ্চায়েত সদস্যরা


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
536

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- যারা ভুল বুঝে চলে গিয়েছিলে তারা মুখ্যমন্ত্রীর নীতি আর্দশে অনুপ্রাণিত হয়ে, জঙ্গলমহলের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবার দলে ফিরলেন নির্দল পঞ্চায়েত সদস্যরা। ঝাড়্গ্রাম বিধায়ক তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ডঃ সুকুমার হাঁসদার বাড়িতে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন নির্দলের দুই পঞ্চায়েত সদস্য। এবিষয়ে ঝাড়্গ্রামের বিধায়ক ডঃ সুকুমার হাঁসদা বলেন, এদিন হঠাৎ আমার বাড়ির সামনে এসে হাজির হয়েছিল গোপীবল্লভপুর তপশিয়া তিন নম্বর অঞ্চলের দুই নির্দলের পঞ্চায়েত সদস্য তারারানী ঘোষ এবং ভবেশ পানি।

যদিও তারা এক সময় আমাদের দলের ছিল কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় কিছু সমস্যার জন্য নির্দলের হয়ে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দিতা করে ভোটে লড়েছিল। এদিন তাদের ভূল বুঝতে পেরে দলে ফিরে এসেছেন। আমরা তাদেরকে দলে ফিরিয়ে নিয়েছিল। এদিন এই দুই নির্দল পঞ্চায়েত সদস্যর হাতে তৃণমূলের দলিয় পতাকা তুলে দেন ডঃ সুকুমার বাবু। ডঃ সুকুমার হাঁসদা বলেন, ঝাড়্গ্রাম বহু বিজেপি, নির্দলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে আসার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু তাদেকে ভয় দেখিয়ে আসতে দেওয়া হচ্ছে না। গোটা জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন। এর আগে কোনও মুখ্যমন্ত্রী এই কাজ করেননি। তবে এই ভয় ভীতি দেখিয়ে বেশিদিন কাউকে রাখা যাবে না। জঙ্গল মহলের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দিনে তারাও তৃণমূলে যোগ দেবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট