প্রাচীন কুসংস্কার মেনে দেহ সৎকার না করে কলাগাছের ভেলায় করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো এক সপ্তম শ্রেণীর ছাত্রকে


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
591

সুমন করাতিঃ হুগলী---

আবারও  অমানবিকতা ও অশিক্ষার সাক্ষী থাকলো গোটা রাজ্য বাসী। যখন উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানীক ভাবনা প্রতি নিয়ত মানুষের অঙ্গ হয়ে উঠছে ঠিক সেই সন্ধিক্ষনে কুসংস্কারের শিকার হলো এক সপ্তম শ্রেণীর ছাত্র। ঘটনাটি নদিয়ার কালিগঞ্জ থানার ফুলতলা গ্রামের।

স্থায়ী সূত্রে খবর  দিবাকর রায়ের ছেলে সুর্য রায় ক্লাস সিক্সের ছাত্র। রবিবার সাপের কামরে ছাত্র টির মৃত্যু হয়। প্রাচীন কুসংস্কার মেনে দেহ সৎকার না করে কলাগাছের ভেলায় মশারী টাঙিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। আজ সকালে চন্দননগর ঘাটে ভাসতে দেখা যায়। পুলিস দেহ তুলে ময়না তদন্তে পাঠিয়েছে। বাড়িতে খবর দেওয়া হয়েছে।

স্বাভাবিক ভাবেই এখনো অনেক গ্রাম্য পরিবেশে কুসংস্কার থাবা মেরে বসে আছে তার উজ্জ্বল প্রমাণ এই ঘটনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট