ডোমজুরের ব্যাঙ্ক কর্মী পার্থ চক্রবর্তী খুনের ঘটনায় ধৃত সামসুদ্দিন ও তার বাবা মানসুর আলী কে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মান করলো ডোমজুর থানার পুলিশ। বুধবার দুফুর ১ টা নাগাদ ডোমজুর থানার পুলিশ সামসুদ্দিন ও মানসুর আলী কে নিয়ে কাটলিয়ার বাড়িতে যায়। নিরাপত্তার কারণে গোটা এলাকা ঘিরে রাখা হয়। নামানো হয় RAF।
কিভাবে খুন, খুনের পর কিভাবে কাটা হয় পার্থর শরীরের একাধিক অঙ্গ, এমনকি কিভাবে বিভিন্ন জায়গায় ফেলা হয় দেহাংশ তাও অভিনয় কোরে দেখায় সামসুদ্দিন ও তার বাবা। শুধু বাড়ি নয় ধৃত দুজনকে নিয়ে পুলিশ যে যে স্থানে ফেলা হয়েছিল পার্থর দেহাংশ সেখানেও নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। সামসুদ্দিনের বাড়ি থেকে পার্থর বেশ কিছু নথি,টাকা ও খুনে ব্যবহিত অস্ত্র উদ্ধার হলেও এখনো পর্যন্ত পার্থ চক্রবর্তীর সাইকেল ও মোবাইল উদ্ধার করতে পারেনি পুলিশ।