অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা


বুধবার,০৫/০৯/২০১৮
535

বাংলা এক্সপ্রেস ---

 

পশ্চিম মেদিনীপুর :-

জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ l গতবছরের ১লা সেপ্টেম্বর থেকে এ বছরের ৩১শে আগস্ট পর্যন্ত যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা অবসর নিয়েছেন তাঁদের আজ সম্বর্ধনা দেওয়া হয় l

এদিন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ২৫৪ জন অবসর প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্বর্ধিত করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম পদ পাত্র . মন্ত্রী সৌমেন মহাপাত্র .শৈবাল গিরি .নির্মল ঘোষ ও অজিত মাইতি l মিলন কুমার পড়ালী সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করেনl

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট