পথ দুর্ঘটনায় জখম তিন মোটর বাইক আরোহী


বুধবার,০৫/০৯/২০১৮
566

বাংলা এক্সপ্রেসঃমুর্শিদাবাদ---

রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী বিভিন্ন স্তর থেকে প্রশংসা পেয়েছে। তা সত্ত্বেও পথ দুর্ঘটনার খবর কম নয়। এদিন পথ দুর্ঘটনায় জখম তিন মোটর বাইক আরোহী। মঙ্গলবার রাত্রে বড়ঞাঁ থানার ফরিদপুরে পথ দুর্ঘটনায় জখম তিন মোটর বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় কান্দী মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন 

এদিন রাত্রে চার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সেই সময় দুইজন মোটর বাইক আরোহী নিয়ন্ত্রণে হারিয়ে ধাক্কা মারে পথ চলতি রাজা সেখ ও রকি সেখ নামে দুই যুবককে। বাইক আরোহী মিরন সেখও গুরুত্বর জখম। ঘটনার জেরে তিনজন জখম হন, গুরুতর জখম তিন জনকেই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা অবনতি হলে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য বাইক আরোহীদের মাথায় কোন হেলমেট ছিল না। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট