তরিঘরি শ্রীরামপুর রেল ব্রিজ সংস্কারের কাজ শুরু করল পূর্ত দপ্তর


বুধবার,০৫/০৯/২০১৮
619

সুমন করাতিঃ হুগলী---

মাঝের হাট দূর্ঘটনার পর আজ থেকেই তরিঘরি শ্রীরামপুর রেল ব্রিজ সংস্কারের কাজ শুরু করল পূর্ত দপ্তর।
১৯৯১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু শ্রীরামপুর জিটি রোডের উপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেন।দীর্ঘদিন রক্ষনাবেক্ষনের অভাবে এই ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ধরে।রেলিং ভেঙে পরে।তলা থেকে চাঙর খসে পরতে থাকে।বট অশ্বত্থ গাছ জন্মায় যত্রতত্র।

দূর্ঘটনার আশঙ্কায় দিন গুনতে থাকেন বাসিন্দা থেকে পথ চলতি মানুষ।দাবী উঠতে থাকে ব্রিজ সংস্কারের।অবশেষে মাঝের ব্রিজ ভাঙার পর টনক নড়ল পূত দপ্তরের।আজ থেকেই সংস্কারের কাজ শুরু হয়ে গেল শ্রীরামপুর রেল ব্রিজের।খুশি এলাকাবাসী।তবে তারা চাইছেন শুধু রেলিং না সার্বিক সংস্কার করা হোক ব্রিজের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট