মারণ মোমো গেমের আতঙ্ক ছড়ানোর অভিযোগে রাজ্য সরকারের কর্মী গ্রেফতারঃফরাক্কা


বুধবার,০৫/০৯/২০১৮
598

বাংলা এক্সপ্রেসঃফরাক্কা---

গেম দুনিয়ায় এখন আতঙ্কের নাম মোমো। সদা সতর্ক প্রশাসন। তার নির্দশন এদিন দেখলো রাজ্যবাসি।  মোমো গেমের মেসেজ পাঠিয়ে  আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক রাজ্য সরকারের কর্মীকে শনিবার গ্রেফতার করল ফরাক্কার পুলিশ। ধৃতের নাম আনন্দ দাস। ধৃত যুবক সুতি দু’নম্বর ব্লকের বিডিও অফিসে কম্পিউটার অপারেটর বলে জানা গিয়েছে ধৃতআনন্দ দাস নামে ওই যুবক ফরাক্কার মহাদেবনগর গ্রামের বাসিন্দা। শনিবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ফরাক্কা থনার পুলিশ। 

ফরাক্কা থানার আই সি উদয় শংকর ঘোষ জানিয়েছেন, ওই যুবক মোমো গেমের মেসেজ বা লিঙ্ক পাঠিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। বৃহস্পতিবার রাতে মহাদেবনগরের যুবক মহম্মদ ইকবাল হোসেনকে লিঙ্ক পাঠিয়ে মোমো খেলার প্রস্তাব দেয় আনন্দ। ওই যুবক আতঙ্কিত হয়ে রাতেই ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে সাইবার সেল। তদন্তের মাধ্যমে পুলিস জানতে পারে আনন্দ দাসের নাম। শনিবার গ্রেপ্তার করা হয় আনন্দকে। যদিও পুলিশি জেরায় আনন্দ মোমোর আতঙ্ক ছড়ানোর কথা স্বীকার করে নিয়েছে এই মোমো গেম খেলার জন্য আর কাদেরকে লিঙ্ক পাঠিয়েছে আনন্দ, তা খতিয়ে দেখছে পুলিস। উল্লেখ্য দু’দিন আগে সুতিতে দুই যুবক মোমো গেমের লিঙ্ক পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিসের এই তৎপরতা জেলাজুড়ে মোমো আতঙ্ক কিছুটা হলেও কমবে বলে মনে করে সাধারন মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট