ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে বসছে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
445

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম :- প্রায় দেড় বছর আগে জেলার তকমা পেয়েছে ঝাড়গ্রাম। জেলা হওয়ার পর থেকে জেলা সদর ঝাড়গ্রাম শহরের মানুষের আনাগোনা বেড়েছে। সেই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে যানজট ও। অভিযোগ, শহরের কয়েকটি মোড়ে ট্রাফিক পুলিশ থাকলেও যে যার মত যাতায়াত করে। পুলিশের কোন ভ্রুক্ষেপ নেই। আর সেই কারণেই এবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পাঁচ মাথা মোড় ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে পাঁচ মাথা বেড়ে যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি জেলা পুলিশ।

গত বছর ৪এপ্রিল নতুন ঝাড়গ্রাম জেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের পাঁচমাথা মােড় সংলগ্ন জেলা কালেক্টরেটের অফিস, মহকুমা অফিস,

ট্রেজারি অফিস, ভূমি সংস্কার দপ্তরের অফিস সহ একাধিক অফিস রয়েছে। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য অবিলম্বে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ট্রাফিক সিগন্যাল পয়েন্টের ব্যবস্থা করা হােক এলাকাবাসীর অভিযােগ, জেলা সদরের গুরুত্বপূর্ণপাঁচমাথা মােড়ে ট্রাফিক পুলিস থাকে। কিন্তু যেভাবে যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তাতে কোনও লাভ হয় না।সবদিক থেকেই মানুষ একসঙ্গে যাতায়াত করেন। তাই পাঁচমাথা মােড়, শিব মন্দির মােড়, কলেজ মােড়, সেটলমেন্ট মােড় সহ জেলার ব্যস্ততম মােড়গুলিতে ট্রাফিক
সিগন্যাল পয়েন্টের দাবির এলাকাবাসীর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট