মায়াপুর ইসকনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে মাধ্যরাত্রিতে হলো বিগ্রহের মহাভিষেক


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
531

বাংলা এক্সপ্রেস---

নদিয়া: নদিয়ার মায়াপুর ইসকনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে মাধ্যরাত্রিতে হলো বিগ্রহের মহাভিষেক। অসংখ্যা দেশ বিদেশের ভক্তের সমাগমে ইসকন মায়াপুর উৎসব মূখর হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণের মহাভিসেখে বিভিন্ন রকমারী দ্রব্য ঘি মধু দই দুধ মাখন সহ বিভিন্ন ফলের রস সহ একাধিক দ্রব্য দিয়ে স্নান করানোর পর পুষ্প বৃষ্টিতে রাধামাধবকে ঢেকে দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট