দাঁতনে ‍১ পঞ্চায়েত সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
574

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর:-মঙ্গলবার দাঁতনে ‍১ পঞ্চায়েত সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস। নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন অনন্ত মান্ডি সহসভাপতি হলেন প্রাক্তন শিক্ষা কর্মাধক্ষ্য কনক পাত্র। এদিন ব্লক পার্টি আফিস থেকে মিছিল নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের ব্লক অফিসে পৌঁছেদেন দাঁতন ব্লক তৃণমূলের কর্মীরা। এর পর একটি সভাও আয়োজন কারা হয় ব্লক অফিসের সামনে যেখানে দলে যোগ দেন দাঁতনের ৭নম্বর আঁইকোলা গ্রামপঞ্চায়েতের জয়ি বিজেপি পঞ্চায়েত সদস্য জগন্নাথ শিঠ। এসভায় বিজেপি কে তোলোধনা করেরন ব্লক তৃণমূল সভাপতি তথা বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট