শিক্ষারত্ন পাচ্ছেন ঝাড়গ্রামের ননীবালা বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক অমৃত কুমার নন্দী


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
586

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- রাজ্য সরকারের শিক্ষাদপ্তর থেকে এবার শিক্ষারত্ন ২০১৮ পুরষ্কার পাচ্ছেন ঝাড়গ্রামের ননীবালা বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক অমৃত কুমার নন্দী। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি স্বামী বিবেকানন্দের ভাবধারায় স্কুলের পুরো পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। সমগ্র বিদ্যালয় চত্বর সাজিয়ে তোলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত সহ কিংবদন্তি মহাপুরুষদের বাণীতে। যা শুধু ওই স্কুলের পড়ুয়াদেরই নয়, অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও পথ চলতি শহরববাসীদের মনে এক মননশীল সংস্কৃতি প্রভাব ফেলে থাকে। নির্ঝঞ্ঝাট এই মানুষটি গঠনশীলতার ক্ষেত্রে বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেন। ভক্তি মার্গের এই শিক্ষক খেলাধুলার ক্ষেত্রে স্কুল জীবন থেকেই ফুটবল অনুরাগী। ফুটবলটা ভালো বোঝেন এবং খেলতেনও।

ঝাড়গ্রাম শহরের ননীবালা বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি তিনি জঙ্গল মহল উদ্যোগের ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদকের পদও সামলান।এই কর্মবীর মানুষটিকে এবারের শিক্ষক দিবসে শিক্ষা ভবনে বেলা ২ টোয় শিক্ষারত্ন ২০১৮ পুরষ্কারে সন্মানিত করবে রাজ্য শিক্ষা দপ্তর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট