পশ্চিম মেদিনীপুরের ৭টি পঞ্চায়েত তৃণমূলের দখলে


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
655

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- পূর্ব ঘোষণা মতোই আজ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলো। যে সমস্ত পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হয়েছিল সেই সব পঞ্চায়েত সমিতির মধ্যে আজকে সবং ছাড়া বাকি ৭ টার সভাপতি ও সহ সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। সবকটি পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয় তৃণমূল প্রার্থীরা। ৭টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হল আজ। দাসপুর ১ সুনীল ভৌমিক (সভাপতি ) অনিল দোলাই(সহ সভাপতি) দাসপুর ২ প্রতিমা দলুই (সভাপতি), আশিস হুদাইত (সহ সভাপতি)।গড়বেতা ২ মঞ্জু দুলে(সভাপতি), স্মৃতিরেখা কিস্কু (সহ সভাপতি)।

ডেবরা মৌসুমি মুড়া (সভাপতি), রঞ্জন সিং(সহ সভাপতি)। খড়্গপুর ১ মায়া দোলাই (সভাপতি) আরতি পাল (সহ সভাপতি)।খড়্গপুর ২ আংশু রহমান শেখ(সভাপতি), বিনয় রাজ (সহ সভাপতি)।দাঁতন ১-এ অনন্ত মান্ডি(সভাপতি) প্রণব পাত্র (সহ সভাপতি)। সবংয়ে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে বুধবার।অপরদিকে, দাঁতনে বিজেপির পঞ্চায়েত সদস্য জগন্নাথ শিট আজ তৃণমূলে যোগদান করতে চলেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট