কলকাতা: ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজের একটা অংশ।বহু মানুষের মৃত্যুর আশঙ্কা।নিচে অনেক গাড়ি চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। ইতিমধ্যেই বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে। উদ্ধারকারী দল উদ্ধারকার্য শুরু করেছেন।উদ্বিগ্ন মানুষজন। প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় উদ্বিগ্ন।দার্জিলিং সফরে তিনি। মমতা নির্দেশ দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানোর জন্য। আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলেও ঘোষনা করেছেন তিনি।
ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজের একটা অংশ, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
মঙ্গলবার,০৪/০৯/২০১৮
1069
বাংলা এক্সপ্রেস---