কলকাতা: যাত্রীবাহী বাস থেকে গলগল করে বেরোতে থাকে ধোঁয়া। আর তা ঘিরে আতঙ্ক সল্টলেকে। মঙ্গলবার সকালে সল্টলেকের নিকোপার্কের সামনে কদমতলা থেকে নিউটাউন গামী একটি বাসের থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীরা। তড়িঘড়ি বাসটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর পরেই ধোঁয়া নিয়ন্ত্রণ করে চালক এবং স্থানীয়রা। এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি বাইপাস থেকে সেক্টর ফাইভ গামী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাসের থেকে ধোঁয়া নির্গত হওয়ায় সৃষ্টি যানজট নিয়ন্ত্রণ শুরু করে নবদিগন্ত ট্রাফিক এবং বিধাননগর ট্রাফিক পুলিশ।
ধোঁয়া আতঙ্কে জেরবার, বাস থেকে নেমে গেলেন যাত্রীরা
মঙ্গলবার,০৪/০৯/২০১৮
655
বাংলা এক্সপ্রেস---