কলকাতা: আবারও আর্জি জানালেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ অনুরাধা লোহিয়া। মঙ্গলবার আন্দোলনরত ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, আমি চাই ছাত্ররা অবস্থান তুলে নিক।যত শীঘ্র সম্ভব হিন্দু হোস্টেলে যাতে পড়ুয়ারা থাকতে পারে তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ওরা বাচ্চা, ওরা অবুঝ, কথায় কথায় এধরনের আন্দোলন মানায় না। টানা অবস্থান চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা। প্রেসিডেন্সিতে তাদের অবস্থানের জেরে অনেকেই ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে পড়ছে বলেও অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে অনুরাধা লোহিয়া বলেন, আমি চাই না কারোর ম্যালেরিয়া হোক।যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের চিকিৎসা করানো হবে বলেও জানান তিনি।উপাচার্য বলেন, কথায় কথায় এধরনের আন্দোলন মানা যায় না।
হিন্দু হোস্টেল ইস্যুতে ছাত্রদের অবস্থান প্রত্যাহারের আর্জি উপাচার্জের
মঙ্গলবার,০৪/০৯/২০১৮
584
বাংলা এক্সপ্রেস---