মগরা থানার অন্তর্গত ত্রিবেণী কালীতলা ব্রিজের উপর দুর্ঘটনা


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
492

সুমন করাতি---

হুগলি:মগরা থানার অন্তর্গত ত্রিবেণী কালীতলা ব্রিজের উপর আজ দুপুরে এক পথ দুর্ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষরা জানান চুঁচুড়া থেকে একটি বাস জিরাটের দিকে যাচ্ছিল ও অপরদিক থেকে একটি লরি এসে বাসটি কে ধাক্কা মারলে বাসের ড্রাইভার ও এক মোটর সাইকেলে আরোহীর চোট লাগলে স্থানীয় ও পথ চলতি মানুষ চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে নিয়ে যান ।ছুটে আসে মগরা থানার পুলিশ। তবে স্থানীয় দের দাবি লরি টি খুব জোরে আসার জন্য এই দূরঘটনা ঘটে ।তাদের আরো দাবি প্রাই দিন এ রকম ঘটনা ঘটে। সন্ধ্যা পর ওই এলাকায় আলো না থাকায় তারা আলোর দাবি করে।

https://youtu.be/Ha4XBGQqK2M

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট