হাওড়ায় ফোরশোর রোড বিচালি ঘাটে জলে তলিয়ে গেল দুই শিশু


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
563

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: হাওড়ায় ফোরশোর রোড বিচালি ঘাটে জলে তলিয়ে গেল দুই শিশু। এদের একজনের বয়স ছয় এবং আরেকজনের বয়স আট বছর। পরে এদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে আনা হলে এদের দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই দুই শিশুর নাম সৃষ্টি সিং এবং সোনাল সিং। এরা দুজনেই গঙ্গার ঘাটে মায়ের সঙ্গে এসেছিল। তাদের মা ঘাটে কাপড় কাচছিলেন। তিনি অন্যমনস্ক হয়ে যাওয়াতে ওই দুই শিশু জলে পড়ে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে মৃত বলে জানানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু দুটি তাদের দিদার বাড়িতে বেড়াতে এসেছিল।

https://youtu.be/MhIzHuvyfjs

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট