হুগলি: বেলা ১২টা নাগাদ একজনকে আহতকে নিয়ে আসে দুতিনজন। ইমারজেন্সির সামনে ফেলে রেখে চলে যায়। বিকালে মৃতের বাড়ির লোকজন এসে ইমার্জেন্সির চিকিৎসককে খোঁজ করে। চিকিৎসা করা হয় নি এই অভিযোগে চলে ভাঙচুর। কর্তব্যরত চিকিৎসকে মারধোর করা হয়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসে। পুলিশ কর্মিদের ধাক্কা মেরে মৃতদেহ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।
উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে উত্তেজনা, ভাঙচুর,চিকিৎসকে মারধোরের অভিযোগ
মঙ্গলবার,০৪/০৯/২০১৮
628
সুমন করাতি---