ইসলামপুর হাই স্কুল ময়দানে চলতি মাসেই বসতে চলেছে রাজ্যব্যাপি নৈশ ফুটবলের আসর


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
655

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: ইসলামপুর হাই স্কুল ময়দানে চলতি মাসেই বসতে চলেছে রাজ্যব্যাপি নৈশ ফুটবলের আসর। আর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত কে জে বোস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও উর্মিলা স্মৃতি রানার্সআপ নকআউট নাইট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল জ্বরে কাবু ইসলামপুর শহরবাসী। সেইমতো প্রস্তুতিও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। দীর্ঘ গত দুমাস ধরে মাঠকে তৈরির পাশাপাশি ফুটবলপ্রেমীদের বহু আকাঙ্খিত অস্থায়ী বাঁশের গ্যালারি উপহার দিতে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে শ্রমিকদের পাশাপাশি মহকুমা ক্রীড়া সংস্থা। আর তাই ফুটবলপ্রেমীদের আশা আকাঙ্খাকে বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি শহরের বুকে গ্যালারি সহ মাঠের একটি মডেল জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরতে চায় মহকুমা ক্রীড়া সংস্থা। যা থেকে আগামী দিনে ক্রীড়া জগতে উন্নয়নের ক্ষেত্রে এই টুর্নামেন্ট সরকারের কাছে ছবি হয়ে থাকে। রাজ্য জুড়ে মোট আটটি দল নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নাইট ফুটবল টুর্নামেন্ট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট