৪৩ ফুট শ্যামা মায়ের খুঁটি পূজা ক্যানিংয়ে


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
1025

বাংলা এক্সপ্রেস---

দক্ষিণ ২৪ পরগণা জেলার সর্ববৃহৎ শ্যামা পুজার সূচনায় খুঁটি পূজা অনুষ্ঠিত হল ক্যানিংয়ের দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের রায়বাঘিনী হাইস্কুল মাঠে।
রায়বাঘিনী যুবক বৃন্দের উদ্যোগে পঞ্চম বর্ষের ৪৩ ফুট শ্যামা মায়ের খুঁটি পূজায় উপস্থিত ছিলেন তৃণমুল নেতা তথা পূজা কমিটির সভাপতি অর্ণব রায়,পূজা কমিটির সম্পাদক রাজু সাঁফুই সহ বিশিষ্টরা।
পূজা কমিটির সভাপতি অর্ণব রায় বলেন ‘এই অনুষ্ঠান টি “শ্যামা মায়ের মিলন ক্ষেত্র”।
অন্যদিকে পূজাকমিটির সম্পাদক রাজু সাঁফুই বলেন “আমাদের এই শ্যামা মায়ের মিলন ক্ষেত্রে মনোরম আনন্দদায়ক করে তুলতে  পূজার সময় ১০ দিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান,বস্ত্র বিতরণ,রক্তদান শিবির সহ নানা ধরনের মনোঞ্জ অনুষ্ঠান থাকবে।”
জেলার সর্ববৃহৎ শ্যামা পূজার সূচনায় খুঁটি পূজা উপলক্ষে এলাকায় ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট