কলকাতা: সোমবার মহানায়ক উত্তমকুমারের জন্মদিন উদযাপন হল মহাসমারোহে। এদিন সবচেয়ে বড় অনুষ্ঠান হয় টালিগঞ্জে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় স্মরণ করা হয় মহানায়ককে। উত্তমকুমারের ৯৩ তম জন্মদিনে টালিগঞ্জে উত্তম স্মৃতি সংসদ- এর পক্ষ থেকে জন্মদিন পালন অনুষ্ঠানে ছিল অভিনবত্ব। ২০ পাউন্ডের কেক কেটে জন্মদিন সেলিব্রেট করা হয়।
২০ পাউন্ডের কেকটি কাটলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা। ছিলেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ রাজনৈনিক জগতের ব্যক্তিক্তরাও। অভিনয় ও সংস্কৃতি জগতের যাঁরা ছিলেন তাঁদের মধ্যে উল্লখযোগ্য হলেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলী, সংগীত শিল্পী অন্নেশা সহ অনেকেই। ছিলেন বহু মহানায়ক অনুরাগী। মহানায়ক উত্তম কুমারের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান সকলে।