পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ইতিহাসে এই প্রথম মিসড্ কল পরিষেবা


রবিবার,০২/০৯/২০১৮
3628

বাংলা এক্সপ্রেস---

হুগলি: প্রধানের চেয়ারে বসেই ছক্কা হাকালেন উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব। আজ চেয়ারে বসার এক সপ্তাহের মধ্যেই তিনি সাধারনের জন্য মিসড্ কল পরিষেবা খুলে দিলেন। পঞ্চায়েতের যেই নাম্বারে যেকোন সময় মিসড্ কল করলেই আপনার কাছে কল ব্যাক আসবে। যেখানে আপনার সুবিধা-অসুবিধা কিংবা কি পরিষেবা দরকার তা বললেই আপনার দোরগোড়ায় মিলবে সেই পরিষেবা। পাশাপাশি পঞ্চায়েতের কোন সদস্য কিংবা যাবতীয় অভিযোগও আপনি জানাতে পারবেন। যেখানে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। এলাকাবাসীরা বলেন “বলিউডি সিনেমা নায়কে অনিল কাপুর মাত্র ২৪ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রীর পদে বসে কমপ্লেন বক্স খুলেছিলেন। আর আমাদের পঞ্চায়েত প্রধানও চেয়ারে বসে নায়কের মত সাধারন মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন।”

https://youtu.be/rdrhhi_feGE

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট