হাওড়া: গতকাল রাতে হাওড়া বেনারস রোডে একটি কারখানায় ভয়াবহ আগুন এর রেশ কাটতে না কাটতেই ফের আগুনের ঘটনা হাওড়া শহরে । রবিবার সকালে ঘুসুড়ি জে এন মুখার্জী রোড একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে । দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ কারখানায় আগুন যাতে দ্রুত আশপাশের কারখানা ছড়িয়ে না পড়ে ,তার চেষ্টা করে দমকল কর্মীরা এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মালিপাঁচঘড়া থানা পুলিশ এসে পৌঁছায়।
হাওড়া বেনারস রোডে একটি কারখানায় ভয়াবহ আগুন
রবিবার,০২/০৯/২০১৮
676
বাংলা এক্সপ্রেস---