নওদাঃ নওদা ব্লকের গোঘাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লি: ব্যাঙ্কে শনিবার বিকেলে সমিতি বন্ধ করার পর সিসি টিভি ক্যামেরা থেকে সর্ট সার্কিট হয়ে আগুন লাগে ম্যানেজার এর রুমে। গ্রামবাসীরা ধোঁয়া বেরতে দেখে খবর দেয় ম্যানেজারকে এবং ওই সমিতির সদস্যরা ব্যঙ্কের তালা খুলে জল দিয়ে নিভিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনে কমপিউটার সহ বিভিন্ন লোন বইয়ের নথি নষ্ট হয়ে গেছে বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক ম্যানেজার নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।