উত্তর ২৪ পরগনা: জন্মাষ্টমীতে লোকনাথ বাবার ২৮৮ তম জন্মতিথি উপলক্ষে চাকলা ও কচুয়ার লোকনাথ আশ্রম হাজার হাজার ভক্তের ভিড়ে জনারণ্যে পরিণত হয়েছে ।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী হেঁটে ও সাইকেলে লোকনাথ বাবার আশ্রমে হাজির হয়েছে। সারাদিন ও রাতে এখানে বৈদিক যজ্ঞ ও বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে । চাকলা ও কচুয়ায় আসার পথে তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন স্থানে জলছত্র খোলা হয়েছে । নানা স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ মেডিকেল টিম ও সেবা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে । লোকনাথ আশ্রমে আসার জন্য এদিন নাসিরহাটিতে ফ্রি ফেরি সার্ভিস ও স্টীমারের উদ্বোধন করা হয়েছে । এই উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় দুই বিধায়ক হাজী নুরুল ইসলাম ও ঊষারাণী মন্ডল । লোকনাথ বাবার এই জন্মোৎসব চলবে সোমবার পর্যন্ত ।