ব‍্যাঙ্ক কর্মী খুনে ধৃত সামসুদ্দিনের ১২ দিনের পুলিশ হেফাজত,ধৃত আরও ১


শনিবার,০১/০৯/২০১৮
602

আক্তরুল খাঁন---

হাওড়া: ডোমজুড় বেসরকারি ব্যাংক কর্মী খুনের ঘটনাই সেখ শামসুদ্দিনকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। পাশাপাশি এই খুনের ঘটনায় মুনসুর আলী নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ শামসুদ্দিন কে সাহায্য করেছিলেন মুনসুর আলী।২৯ শেষ আগষ্ট বুধবার বন্ধন ব্যাংকের কর্মী পার্থ চক্রবর্তী খুন হন। দুই দিনের মধ্যে সেই খুনের কিনারা করল ডোমজুড় থানার পুলিশ। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত শামসুদ্দিনকে। পার্থবাবুর শরীরে লেগে থাকা ছাট কাপড় থেকেই খুনের রহস্য কিনারা করে পুলিশ।ছাপ কাপড়ে মেলে কেটিএম নামে হোসিয়ারি কোম্পানি র স্টিকার।

ওই কোম্পানির কাছ থেকে খোঁজ মেলে শামসুদ্দিনের।সেই সূত্র ধরেই শামসুদ্দিনকে আটক করে পুলিশ। পার্থবাবুর শেষ টাওয়ার লোকেশনও ছিল শামসুদ্দিনের বাড়ির কাছে। এই দুই সূত্র ধরেই শামসুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন হাওড়া পুলিশ সুপার গৌরব শর্মা। পুলিশ সূত্রের খবর শামসুদ্দিনের স্ত্রী রেজিনা বেগম বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। শোধ করতে না পারাই। শামসুদ্দিনের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন পার্থ বাবু। শামসুদ্দিনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পার্থ। রাগের বশে শামসুদ্দিন পার্থর মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন পার্থ বাবু। প্রমাণ লোপাট করার জন্য ধারালো অস্ত্র দিয়ে দেহ টুকরো টুকরো করেন। ব্যাংক কর্মী পার্থ চক্রবর্তীর কাছে তিন লক্ষ টাকা ছিল সেটাও উদ্ধার হয়েছে শামসুদ্দিনের কাছ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট