সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বামেদের শান্তি মিছিল শহরে


শনিবার,০১/০৯/২০১৮
707

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদি ভাবমূর্তি আবারও দেখাল এ শহর। শনিবার আন্তর্জাতিক শান্তি দিবসে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠল কলকাতার রাজপথ।মহামিছিল সংগঠিত করল বাম ও বাম সহযোগী দল সমূহ। এদিন দুপুর দু’টোয় মিছিল শুরু হয় মৌলালি রামলীলা উদ্যান থেকে।মিছিলে পায়ে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ বিভিন্ন বাম দলের নেতারা।শুধু সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই নয়, রাজ্য থেকে দেশ কিংবা পৃথিবীতে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে তা নিয়েও এদিন সোচ্চার ছিলেন মিছিলে অংশগ্রহণকারী নেতা থেকে সাধারণ মানুষ।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সরব হন। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় সাম্প্রতিক যে অশান্ত পরিবেশ ছড়িয়ে পড়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেখানে বাম প্রতিনিধি দল যাবে বলেও এদিন জানান বিমান বসু। মিছিল যত এগোয় ভিড়ও বাড়ে। মিছিল শেষ হয় মহাজাতি সদনে।

https://youtu.be/GoLlc09Rdqw

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট