পশ্চিম মেদিনীপুর জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ


শনিবার,০১/০৯/২০১৮
521

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সারা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আজ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ।জেলাশাসক পি মোহনগান্ধী এই তালিকা প্রকাশ করার পর সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে তুলে দেন । পরে তিনি এক সাংবাদিক বৈঠক করে জানান জেলায় মোট ভোটার সংখ্যা ৩৫ লাখ ৮৭ হাজার ৬২২ জন । সেই সঙ্গে তিনি জানান এই বছরে ৩৯৮১ জনের নাম সংযোজন হয়েছে এবং ১৮ হাজার ১৩৭ জনের নাম বিয়োজন হয়েছে। অর্থাৎ ১৪ হাজার ১৫৬ জনের নাম কমে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে তিনি জানান জেলাতে ৩৪ টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র যুক্ত হচ্ছে। উল্লেখ্য এর আগে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল ৪২৫৫ টি ।

এবারে সংখ্যাটা বেড়ে হলো ৪২৮৯ । সেই সঙ্গে ভোটার লিস্ট এর নতুন নাম তোলার জন্য কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান জেলাশাসক । তিনি বলেন ভোটার লিস্টে নাম তোলায় সচেতনতা বাড়ানোর জন্য তৈরি হচ্ছে ইলেকশন লিটারেসি ক্লাব। সেই সাথে সেপ্টেম্বরের কুড়ি এবং ২১ এই দুদিন জেলার বৃদ্ধাশ্রম গুলিতে ভোটার তালিকায় আবাসিকদের নাম সংযোজনের জন্য বিশেষ অভিযান চালানো হবে বলেও জানান জেলা শাসক । জেলার নির্বাচন সংক্রান্ত কাজকর্মের গুণগতমান বৃদ্ধি করা হবে বলেও জেলাশাসক জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট