মুর্শিদাবাদ উন্নয়ন কাউন্সিলের দাবিতে মহাসমাবেশ মুসলিম যুবলীগের


শনিবার,০১/০৯/২০১৮
684

বাংলা এক্সপ্রেস---

সম্প্রতি মুর্শিদাবাদ উন্নয়ন কাউন্সিল গঠনের দাবিতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম যুবলীগের ডাকে মুর্শিদাবাদের ডোমকল প্রাণীসম্পদ ভবনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি হিসাবানুযায়ী দেশের ৫৭৫টি জেলার মধ্যে মধ্যে সবচেয়ে গরীব জনবহুল জেলা হচ্ছে মুর্শিদাবাদ।কিন্তু উন্নয়নের লেশমাত্র নেই মুর্শিদাবাদে।যে সমস্ত দাবি নিয়ে মুসলিম যুবলীগ আওয়াজ তুলেছে সেগুলি হলো, মুর্শিদাবাদ জেলার কৃষক, যুবক ও গ্রামীণ শিল্প উন্নয়নের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।পাশাপাশি মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন করতে হবে।অবিলম্বে পদ্মানদীর ভাঙন রক্ষার্থে পাথর এবং নেট দিয়ে বাঁধানোর ব্যবস্থা করতে,নদীর ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে।

মুর্শিদাবাদ সামাজিক‌,অর্থনৈতিক উচ্চশিক্ষা হতে রীতিমতো বঞ্চিত।এই অঞ্চলের মানুষজন অধিকাংশ শ্রমিক‌শ্রেনীর।ভিনরাজ্যে বিভিন্ন কর্মে নিয়োজিত মুর্শিদাবাদবাসী।তাদের মধ্যকার বিশাল জনসংখ্যক মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত যা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের ফুসফুস ক্যানসারের কারণ।

বাংলার মোট আয়তনের ৬% শতাংশ মুর্শিদাবাদ এলাকা নিয়ে গঠিত।এবং বাংলার মোট জনসংখ্যার ৭.৭৮% জনগণ নিয়ে মুর্শিদাবাদ গঠিত।পাশাপাশি ২০১১ -র জনগনণা অনুযায়ী সংখ্যালঘু জনগোষ্ঠীর ৭০ লক্ষ মানুষ বসবাস করেন।কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ।কিন্তু সেখানে রাজ্য সরকারের উদাসীনতার অভাব পূর্ণমাত্রায়।সেজন্য মুসলিম যুবলীগ বিভিন্ন দাবী নিয়ে গর্জে উঠেছে।মুসলিম যুবলীগের সর্বভারতীয় সভাপতি সাবির এস. গাফফার বলেন”অবিলম্বে অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদ উন্নয়ন কাউন্সিল করতে হবে ,সেই সঙ্গে বেকারত্ব দুর করতে হবে।তিনি আরো বলেন বাংলা জুড়ে সংখ্যালঘু উন্নয়নের নামে প্রহসন চলছে এই প্রহসনের অবসান ঘটিয়ে প্রকৃত উন্নতি সাধন করতে হবে”।

আজকের এই মহাসমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা হলে মুসলিম যুবলীগের সর্বভারতীয় সভাপতি সাবির এস.গাফফার।মুসলিম স্টুডেন্টস্ ফেডারেশনের জাতীয় সহ-সম্পাদক এন‌এ কারিম,মুসলিম লীগের রাজ্য সম্পাদক আব্বাস আলী, মুসলিম যুবলীগের মোহাম্মদ সালাউদ্দিন,মুসলিম যুবলীগ হরিয়ানা রাজ্যে সভাপতি আজহার উদ্দিন,মুসলিম যুবলীগের রাজ্য সহ সভাপতি আনিসুর রহ‌মান মুসলিম যুবলীগের উঃ ২৪ পরগনা জেলার কনভেনার মাহিদুল ইসলাম বৈদ্য, মুসলিম স্টুডেন্টস্ ফেডারেশনের রাজ্য সম্পাদক জসিমউদ্দিন মন্ডল,দঃ ২৪পরগনা যুবলীগের কনভেনার সাকিরুল ইসলাম প্রমুখ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট