ইংল্যান্ড এর বিরুদ্ধে পূজারার দুরন্ত সেঞ্চুরি


শনিবার,০১/০৯/২০১৮
691

বাংলা এক্সপ্রেস---

এই টেস্ট প্রথম থেকেই ভালো জায়গায় ছিল ভারতীয় দল। বেশ কয়েকটি উইকেট হারানোর পর চাপে পড়ে যায় ভারতীয় দল। বিরাট কোহলি ফেরার পর একা হাতে ভারতের ইনিংস টেনে নিয়ে যায় পূজারা। এদিন চেতেস্বর পূজারা ১৩২ রান করেন। এই রান এর উপর ভর করে ইংল্যান্ড এর বিরুদ্ধে ২৭ রানের লিড দেয় ভারত।২৭৩ রানে ভারতের ইনিংস শেষ হয়।বুমরা এদিন পুজারাকে সাথে নিয়ে অনেকাংশ সময় ক্রিজে ছিলেন। চাপের মুখে পুজারার দুরন্ত সেঞ্চুরি ম্যাচে ফেরায় ভারতকে। তার রান ভারতকে কিছুটা এগিয়ে দেয়।স্বাভাবিক ভাবে টেস্ট পুজারার রেকড বরাবর ভালো। পুজারার সেঞ্চুরি বাড়তি অক্সিজেন দেবে গোটা দলকে তা বোঝাই যাচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট