ভোট সংক্রান্ত সমত তথ্য মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে পৌঁছে দিতে বুটি পিসির ম্যাসকট


শুক্রবার,৩১/০৮/২০১৮
584

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদ: ভোটার তালিকায় নাম তোলা থেকে ভোট সংক্রান্ত সমত তথ্য মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে পৌঁছে দিতে বুটি পিসির ম্যাসকট এবং বুটি পিসির অডিও ভিজ্যুয়াল প্রকাশ করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনিক ভবনে কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে জেলা শাসক পি উলগানাথন বলেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে জেলা  প্রশসনের পক্ষ থেকে ভোটের তালিকায় নাম তোলা, এই সংক্রান্ত বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এই প্রচারের কাজে বুটি পিসিকে লাগানো হবে। মুর্শিদাবাদের শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে গুটি পিসি ভোটের সমস্ত রকম তথ্য জনগণকে জানাবেন। গুটি পিসির প্রচারের লক্ষ্য এবার ভোট দান থেকে কেউ যেন বাদ না থেকে যায়।

https://youtu.be/9h-rR-Suod0

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট