কলকাতা: শুক্রবার সকাল ৮ টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালের দোতলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডেন্টাল বিভাগে আগুন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় দোতলার ডেন্টাল বিভাগ। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে। আতঙ্কিত হয়ে ওঠেন রোগীর আত্মীয় স্বজনেরাও। প্রথমে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা নিজস্ব আগুন নেভানোর গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দ্রুত ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন ছুটে আসে। দমকল কর্মীরা জানলা ভেঙে কালো ধোয়া বার করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ডেন্টাল বিভাগটি প্রায় সম্পূর্ণ ভস্বীভুত হয়ে গেছে। দমকলের প্রাথমিক অনুমান ইলেক্ট্রিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগে।
জোকা ইএসআই হাসপাতালে আগুন
শুক্রবার,৩১/০৮/২০১৮
720
বাংলা এক্সপ্রেস---