পণের দাবীতে গৃহবধুকে খুন,স্বামী সহ শ্বশুর বাড়ীর লোকজন


শুক্রবার,৩১/০৮/২০১৮
580

বাংলা এক্সপ্রেস---

দক্ষিণ ২৪ পরগণা: এক গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ভরতগড় গ্রামপঞ্চায়েতের মহেশপুরের আমেদাবাদ  গ্রামে। মৃত গৃহবধুর নাম ফরিদা সরদার, মৃত বধুর বাপের বাড়ীর অভিযোগ ফরিদাকে ব্যাপক মারধোর করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়ে খুন করেছে শ্বশুর বাড়ীর লোকজন।একাধিকবার পণের টাকার জন্য ফরিদাকে চাপ সৃষ্টি করা হত বলেও অভিযোগ। মৃত্যুর আগের দিনও বাপের বাড়ী থেকে ফরিদা দুহাজার টাকা এনে দিয়েছিল। কিন্তু তাতে ও কমেনি অত্যাচারের মাত্রা।

আরো টাকার দাবীতে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো শ্বশুর বাড়ীর লোকজন। আর বাপের বাড়ী থেকে টাকা আনতে অস্বীকার করা কারণে মারধোর করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ফরিদার বাপের বাড়ীর লোকেদের অভিযোগ। যদিও শ্বশুর বাড়ীর লোকেরা এলাকা থেকেই পালিয়ে গা ঢাকা দিয়েছে অন্যত্র।বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেন। মৃত বধুর বাপের বাড়ীর লোকজন বাসন্তী থানা স্বামী,শাশুড়ী,ভাসুর ও জভাসুরের স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেছেন।এরপরই ফরিদার বাপের বাড়ীর লোকজন স্বামী,শাশুড়ী,ভাসুর সহ চার জনের নামে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট