ক্যানিং মহকুমা হাসপাতালে রুগীর খাবারে টিকটিকি, চাঞ্চল্য


শুক্রবার,৩১/০৮/২০১৮
534

বাংলা এক্সপ্রেস---

হাসপাতালে চিকিৎসাধীন রুগীকে দেওয়া খাবারে আস্ত একটা টিকটিকি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ভয়ে হাসপাতালের খাবার খেতে অস্বীকার করেন বহু রোগী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং মহকুমা হাসপাতালে। যদিও এ বিষয়ে হাসপাতালের তরফ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বেড়েছে রুগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে। আতঙ্কে হাসপাতালের খাবার খেতে অনেকেই ভয় পাচ্ছেন।

মঙ্গলবার রাতে হাসপাতালের তরফ থেকে রোগীদের রাতের খাবার দেওয়া হয়। সেখানে সারথি মণ্ডল নামে এক রোগী খাবার খেতে গিয়ে দেখেন তাকে খেতে দেওয়া তরকারির মধ্যে রয়েছে আস্ত একটা টিকটিকি। বিষয়টি আশপাশের রুগীদের জানাতেই হাসপাতাল চত্বরে হুলুস্থুল পড়ে যায়। হাসপাতালের দেওয়া রাতের খাবার অনেক রোগীই খেতে অস্বীকার করেন। সারথি মণ্ডলের পরিবারের লোকেরা এ বিষয়ে হাসপাতালে সেই সময় কর্তব্যরত চিকিৎসককে এ বিষয়ে জানালে তাদের তরফ থেকে ও এ বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উল্টে জানানো হয় খাবারে টিকটিকি নাকি পড়তেই পারে। বাড়িতে রান্না করতে গেলে কি খাবারে টিকটিকি পড়ে না উল্টে প্রশ্ন করেন কর্তব্যরত চিকিৎসক। তবে এই ঘটনার পর ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসারত রুগীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। যদিও এ বিষয়ে কোনরকম মুখ খুলতে রাজী হননি হাসপাতাল সুপার।

https://www.youtube.com/watch?v=41lfy5syICo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট