ডানকুনি হাউসিংয়ে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল


শুক্রবার,৩১/০৮/২০১৮
503

সুমন করাতি---

ডানকুনি হাউসিংয়ে আবারও চুরির ঘটনা ঘটল । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও এই হাউসিংয়ে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে । এবারে এখানকার বাসিন্দা গুড্ডি বিশ্বাসের ঘর থেকে নগদ, সোনা ও দামী কাপড় মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা চুরি করে দুস্কৃতিরা । ঘটনা প্রসঙ্গে গুড্ডি দেবী জানান, তিনি এই হাউসিংয়ে ভাড়া থাকেন । বুধবার তিনি নিজের বাড়িতে যান । রাতে প্রায় সাড়ে নটা নাগাদ তার স্বামী এসে দেখেও যান বাড়ির সব কিছু ঠিকঠাকই রয়েছে । এরপর রাত প্রায় আড়াইটে নাগাদ প্রতিবেশীরা তাদের ঘরের তালা ভাঙার আওয়াজ পান । কিন্তু সেই সময় তারা বাইরে বেড়োতে গিয়ে দেখেন দুস্কৃতিরা বাইরে থেকে তাদের ঘরও আটকে দিয়েছে ।

এদিন সকালে তারা বাড়ি ফিরে দেখেন ঘরের সমস্ত তালা ভেঙে দুস্কৃতিরা আলমারিতে থাকা নগদ প্রায় ৮৫ হাজার টাকা, ৪ ভড়ির মত সোনার গয়না ও গোটা দশেক দামী নতুন শাড়ি চুরি করে নিয়ে গেছে । ডানকুনি থানায় এবিষয়ে অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে । যদিও হাউসিংয়ের বাসিন্দাদের অভিযোগ এর আগেও প্রতিবারই পুলিশে জানানো হলেও কোনও লাভ হয় নি । পুলিশ এসে ঘুরে গেলেও আজ পর্যন্ত একটি চুরির ঘটনার কোনও দুস্কৃতিই ধরা পড়ে নি ।

https://youtu.be/YE22jKfn9gk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট