বৃ্হস্পতিবার ভারতীয় বোলারদের সামনে সেভাবেই দাঁড়াতে পারেনি ব্রিটিশ ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের দাপট অব্যাহত। প্রথম ইনিংসে ইংল্যান্ড দল ২৪৬ রানে আটকে গেল। এদিন দিনের শুরুতে ভারতীয় বোলাররা ইংল্যান্ড দলের ব্যাটসম্যান দের একের পর এক ফিরিয়ে দেন। এদিন সেই ভাবে ব্যাটসম্যানরা ক্রিজে থাকতে পারেনি।বুমরা থেকে শুরু করে অশ্বিন একের পর এক আঘাত আনেন ইংল্যান্ড শিবিরে।বুমরা ৩ টি উইকেট নেন।সামি, অশ্বিন ২ টি উইকেট নেন। এককথায় বিদেশের মাটিতে ভারতীয় বোলারদের দাপট অব্যাহত। এই টেস্ট মান নির্নয় এর লড়াই। ভারতের বিরুদ্ধে এর আগের টেস্টে ইংল্যান্ড দল ধরাশায়ী হয়েছিল। এই টেস্টের ফলাফল কি হয় সেটাই দেখার বিষয়!!
চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে অল্প রানে আটকে গেল ইংল্যান্ড
শুক্রবার,৩১/০৮/২০১৮
636
বাংলা এক্সপ্রেস---