কলকাতা: ভারভারা রাও সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানবাধিকার কর্মীদের গ্রেফতারের ঘটনায় সোচ্চার গোটা দেশ। ব্যাতিক্রমি নয় মহানগরী কলকাতাও।বৃহস্পতিবার বিকালে এই ঘটনার প্রতিবাদে মহামিছিল সংগঠিত হল শহরে।বামফ্রন্টের দলগুলি সহ মোট ১৭টি বামপন্থী দলের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচি নেওয়া হয়েছিল।ধর্মতলা থেকে মিছিল শুরু হয়ে শেষ হল এন্টালিতে। মিছিলে পায়ে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ বিভিন্ন বাম দলের নেতারা। কেন্দ্রেয় সরকারের অগনতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সরব হন বিমান বসু সহ বাম নেতারা। বিশিষ্ট মানবাধিকারকর্মীদের গ্রেফতার বিষয়ক মামলায় বুধবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে কেন্দ্র। এই রায়ের পর কেন্দ্র বিরোধী আওয়াজ আরও জোরাল হচ্ছে দেশ জুড়ে।
ভারভারা রাও সহ বিশিষ্ট মানবাধিকার কর্মীদের গ্রেফতার ইস্যুতে শহরে মহামিছিল
বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
682
বাংলা এক্সপ্রেস---