চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লিলতাহানী


বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
567

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লিলতাহানী। মানকুন্ডূ থেকে লোকাল ট্রেনে ছড়ে সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। উত্তরপাড়া থেকে ট্রেনে ওঠে এক যুবক। তারপর থেকেই মেয়েটির শরীরের একাধিক জায়গায় হাত দিতে থাকে ওই যুবক। হাওড়া স্টেশনে মেনে পালানোর সময়ে ওই যুবককে নিজেই পাকড়াও করে ওই ছাত্রী। এরপরে অন্য যাত্রীরা মারধর শুরু করে ওই যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জি আর পি ও আর পি এফ। ছাত্রীর অভিযোগে গ্রেপ্তার যুবক।

https://youtu.be/rEIZogTfYJQ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট