বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ যুবক


বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
546

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ যুবক, হাওড়ার আমতার ঘটনা, গুলিবিদ্ধ যুবকের নাম সুব্রত জানা(৩০) ঘটনাটি ঘটেছে রাতে । বাইক নিয়ে আমতা বাগনান রোড় দিয়ে ধাঁইপুর থেকে বাগনান বাড়ি ফেরার পথে আমতা নতুন রাস্তা মোড়ের কাছে যুবকে লক্ষ্য করে গুলি চালায় অন্য বাইকে থাকা দুস্কৃতীরা, পরপর দুটি গুলি চালায় সুব্রতকে লক্ষ্য করে। একটি হাতে ও একটি পাঁজরে লাগে, গুলি লাগার পরই বাইক থেকে ছিটকে পড়ে ওই যুবক,তারপরই দুস্কৃতীরা তার বাইকটি নিয়ে চম্পট দেয় । গুরুতর আহত অবস্থায় সুব্রতকে উদ্ধার করে প্রথমে আমতা গ্রামীন হাসপাতাল পরে কলকাতা এস এস কে এম হাসপাতালে স্থানন্তিত করা হয়। তবে কি কারনে এই ঘটনা শুধু ছিনতাই না অন্য উদ্দেশ্য এই ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

https://youtu.be/49t6yKdfHxM

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট