ডোমজুড়ে ব‍্যাঙ্ক কর্মীকে নৃশংস ভাবে কুপিয়ে খুন বস্তাবন্দি খণ্ডিত দেহ উদ্ধার


বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
584

আক্তরুল খাঁন---

হাওড়ার: হাওড়া ডোমজুড়ে ব‍্যাঙ্ক কর্মীকে নৃশংস ভাবে কুপিয়ে খুন। মাকড়দহ থেকে বস্তাবন্দি খণ্ডিত দেহ উদ্ধার একদিন পর মিলল পরিচয়।মৃত কর্মীর নাম পার্থ চক্রবর্তী (২৬) বাড়ি নদীয়া চাকদহে। ডোমজুড়ে বন্ধন ব‍্যাঙ্কের লোন রিকভারি কাজ করতেন। ব্যাংকের পাসে একটি ভাড়া বাড়িতে থাকতেন। বুধবার ৩ লক্ষ টাকা নিয়ে ফিরছিলেন। তখন তাকে নৃশংসভাবে খুন করা হয়। খুনের কিনারা করতে ডোমজুড় থানার পুলিশ তদন্তে নেমেছেন। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার দুপুরে মাকড়দহের ঠাকুর তলা এলাকার রাস্তা ধার থেকে বস্তাবন্দী খন্ডিত দেহ উদ্ধার হয়। প্রথমে স্থানীয় দের নজরে আসে তারপর ডোমজুড় থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে বস্তাটি খুলতে খন্ডিত দেহ উদ্ধার হয়। দেহটি যে পুরানো নয় তা বুঝতে পেরেছিল পুলিশ। কেননা বস্তার গায়ে তাজা রক্ত লেগেছিল।

অন্য কোথাও খুন করে খন্ড খন্ড করে পরে বস্তায় ভরে দেহটি এখানে ফেলা হয়েছে। তারপর তদন্তে নামে পুলিশ। জানা যায় বন্ধন ব্যাংকের কর্মী পার্থ বাবু সকাল লোনের টাকা কালেকশনের জন্য বেরিয়ে ছিলেন তারপর থেকে আর অফিসে ফেরেনি।এর পর তার বাড়ির লোকে খবর দেয়া হয়। বাড়ির লোক এসে দেহটি শনাক্ত করেন। ডোমজুড় থানার পুলিশ তদন্তে নেমে পার্থবাবুর ফোন নম্বর চেকিং করে জানতে পারছেন।পার্থবাবুর সঙ্গে এক তরুণীর সঙ্গে লাস্ট কথা হয়েছিল। এই খুনের পিছনে ওই তরুনীর কোন হাত আছে কিনা।ডোমজুড় থানার পুলিশ এখন ওই তরুনীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট