বিড়লা রোডে একটি পাথর বোঝাই লরি উল্টে বিপর্তি


বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
640

সুমন করাতি---

হুগলী: কোন্নগড় স্টেশন থেকে আদর্শনগর যাওয়ার একমাত্র রাস্তা বিড়লা রোড আজ সকালে এই বিড়লা রোডে একটি পাথর বোঝাই লরি উল্টে যায়। তারপর থেকে ওই রাস্তা দিয়ে কোনোরকম যানবাহন চলাচল করা সম্ভব হচ্ছে না।ওই এলাকার বেশ কয়েকটি স্কুল আছে স্কুলের গাড়ী গুলি ঘুরে যেতে হচ্ছে।পরে কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব ঘটনাস্থলে এসে ওই গাড়িটিকে সরানোর তদারকী করে।

https://youtu.be/4RzyuoeLrws

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট